খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বানিয়াচংয়ের মসজিদে মসজিদে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বানিয়াচং উপজেলাজুড়ে ব্যাপকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, দারুল কোরআন মাদ্রাসা মসজিদ, পুরানবাগ জামে মসজিদসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

পাশাপাশি বিএনপি, তার অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার অসংখ্য মসজিদে আলাদা দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। এসব দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

ইমামগণ মোনাজাতে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে আসছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন।”

উপজেলার বিভিন্ন মসজিদে দিনভর দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ায় এলাকায় একটি ধর্মীয়, মানবিক এবং ঐক্যের পরিবেশ সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। অনেকেই ব্যক্তিগতভাবেও বাড়িতে ও কর্মস্থলে তার সুস্থতা কামনায় দোয়া করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন