লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে LUSC Indoor Fiesta 2025″ শুরু হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে ইনডোর ইভেন্টের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
ছাত্র-ছাত্রীদের জন্য এবারের ইন্ডোর ইভেন্টে রয়েছে বেড মিন্টন, ক্রিকেট, ট্রেজার হান্ট, লুডু, টার্গেট সর্ট, চেস, ডার্ট, এবং এফসি ২৫।
ইভেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, যেকোনো খেলাধুলা শারিরীক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধূলায় অংশগ্রহণে জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। এর ফলে তাদের মধ্যে গড়ে ওঠে নেতৃত্বের মনোভাব যা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরী করে। তিনি লিডিং ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি প্রক্টর এবং স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের সহকারি অধ্যাপক মো. জেহাদুল ইসলাম মনি, ক্লাব প্রেসিডেন্ট আসিফুর রহমান দিপু এবং জেনারেল সেক্রেটারি আলী আহমদ মাসুম ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
