কী কী থাকছে দুবাইয়ের ‌‌‘গোল্ড স্ট্রিটে’?

বিশ্বে প্রথমবারের মতো স্বর্ণের রাস্তা তৈরির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই ‘স্বর্ণ সড়ক’ নির্মিত হবে দুবাইয়ে বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ বাণিজ্য কেন্দ্র গোল্ড ডিস্ট্রিক্টে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড ডিস্ট্রিক্ট’ চালুর সময় এই ঘোষণা দেয় রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই। তবে এই স্বর্ণের রাস্তা নির্মাণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

‘সিটি অব গোল্ড’ বা স্বর্ণের শহর বলতে প্রধানত সংযুক্ত আরব আমিরাতের দুবাইকেই বোঝানো হয়, যা এর সবচেয়ে বড় স্বর্ণবাজার ও ব্যবসার জন্য বিশ্বখ্যাত।

এবার দুবাইয়ের এই সুখ্যাতি আরও বাড়াতেই শহরটির নবঘোষিত গোল্ড ডিস্ট্রিক্টে বানানো হবে ‘গোল্ড স্ট্রিট’ বা সোনার সড়ক, যা পর্যটন ও দর্শনার্থীদের আকৃষ্ট করবে।

এই রাস্তা ঠিক কোন জায়গায় নির্মাণ করা হবে, এর নকশা কেমন হবে এবং এই রাস্তায় কী কী থাকবে তা পরবর্তীতে ধাপে ধাপে প্রকাশ করা হবে।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট পরিচিত হবে ‘হোম অব গোল্ড’ হিসেবে। সেখানে স্বর্ণ ও গয়না সংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় নিয়ে আসা হবে। এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন বাণিজ্য, বিনিয়োগ, সুগন্ধি, প্রসাধনী এবং লাইফস্টাইলও অন্তর্ভুক্ত থাকবে। পুরো এলাকায় এক হাজারের বেশি খুচরা বিক্রেতা কাজ চালাবে।

জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড সেখানে এরই মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। তাছাড়া, জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়, ২৪ হাজার বর্গফুটের একটি শোরুম চালুর পরিকল্পনা জানিয়েছে।

২০২৪ থেকে ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করে। প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্ক। দেশটি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণের ব্যবসার গন্তব্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন