
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও মো. আসাদুজ্জামান প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলাকে একটি উন্নত জনপদে রূপান্তর করতে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা একান্ত প্রয়োজন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ সংক্রান্ত গণভোট বিষয়ে আলোকপাত করেন নবাগত এই কর্মকর্তা। তিনি নির্বাচনের গুরুত্ব এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগে আরও সচেতন হবেন।
সভায় কমলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা উপজেলার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে নবাগত ইউএনও পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন