সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় উপজেলার মেজবান রেস্টুরেন্টে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মঈন উদ্দিন মিলন, মাসুক রানা, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, মো. তাজুল ইসলাম।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ করা, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভা শেষে আগামী মাসের কার্যক্রম, পরিকল্পনা নির্ধারণ ও পেশাগত উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
