কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ৩ ডিসেম্বর বুধবার জোহরের নামাজের পর থানা সদর মারকাজ মসজিদে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামাল হোসেন, সহ সভাপতি হাজী মো. আব্দুর রকিব, সাবেক সহ সভাপতি হাজী মো. আবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল মুত্তাকিন বাদশা, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. উসমান খা, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা, সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, সাবেক সদস্য সচিব মো. ইকবাল হোসেন আরিফ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক প্রমুখ।
