সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে টুকের বাজারস্থ জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রবাসী পরিষদের সহ-সভাপতি আবু জাফর দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।
সংবাদকর্মী আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, স্থানীয় সংবাদকর্মী ফারুক আহমদ, সালাউদ্দিন রানা প্রমুখ।
১৭৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতালি প্রবাসী দবির ওয়াহিদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কাতার প্রবাসী কামরান আহমদ।
শেষে মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির।
