লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম ও লাখাই থানার (ওসি) তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২শত ৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫ শত ৭৫ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ এ প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি এর আওতায় আনা হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী একযোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ আইনী ক্ষমতা প্রদান করা হবে।নির্বিঘ্নে ভোটগ্রহণ এর ক্ষেত্রে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবেনা।সকলে যার যার ইমানী দায়িত্ব নিয়ে কর্তব্য পালন করতে হবে। পোলিং এজেন্টরা যাতে অকারণে কেন্দ্রের বাহিরে না যেতে পারে এবং মোবাইল ফোন ব্যবহার করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের স্ব স্ব কেন্দ্রে ভোট গ্রহণের পূর্বের দিন পৌঁছে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কারো আথিতেয়তা গ্রহণ থেকে বিরত থাকতে ও নিজের জন্য শুকানো খাবার সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোন কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধের পরিস্থিতি সৃষ্টি হলে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
