মাধবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান চালিয়ে মাধবপুরে পৃথক দুইটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বুধবার (২৮ জানুয়ারি) ভোরে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৬টা দিকে একটি কাভার্ড ভ্যান ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও মশার কয়েল উদ্ধার করা হয়।

এছাড়া একই দিনে ভোর ৪টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাক তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত চোরাই পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন