হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের বাসিন্দা মো. শামীম মিয়া (৩২)-কে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি রঙ্গু মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
