হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকার ভারতীয় চোরাচালানী কসমেটিকস, ফুচকা, কয়েল ও রাবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ নভেম্বর) সকালে সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় ৫৫ বিজিবির চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টার দিকে একটি বালুবাহী ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত ট্রাকসহ সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,“বিজিবির মূল লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা। আমরা সীমান্তে শুধু পাহারা দিই না—জনগণের সহায়তায় অপরাধ দমনেও কাজ করি।”তিনি আরও জানান, চোরাচালান চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
