হবিগঞ্জের মাধবপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে প্রথমে জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন এলাকা থেকে ইলিয়াছ মিয়া (৪০) কে ৫৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে সকালে শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ এলাকা থেকে আল আমিন মিয়া (২৩) কে ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
