হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ—রাতভর টানা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় একযোগে চলে এ অভিযান। মধ্যরাত থেকে রাত ৩টা পর্যন্ত বালু উত্তোলন ও পাচারের নানা গোপন ঘাঁটিতে হানা দেয় প্রশাসন।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধ বালু ব্যবসায়ীদের দমন ও পরিবেশ রক্ষা। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এসব এলাকায় নদী-খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, কৃষিজমি ও পরিবেশও হুমকিতে পড়ছে। কোনোভাবেই এসব অপরাধ বরদাস্ত করা হবে না।”অভিযানের খবর ছড়িয়ে পড়লে পাচারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই রাতের অন্ধকারে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের কারণে তাদের রাস্তাঘাট ও ফসলি জমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত চালানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মাধবপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পাচার চলছে। সাম্প্রতিক সময়ে প্রশাসনের তৎপরতা বাড়ায় এসব চক্রের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে।
