হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিজিবির অভিযানে অভিনব কায়দায় ব্যাগে লুকিয়ে মোটরসাইকেলে করে ভারতীয় মদ পাচারের সময় দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তেলিয়াপাড়া বিওপি’র টহলদল উরিষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি ইয়ামাহা মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানায়, সন্দেহ হওয়ায় মোটরসাইকেল আরোহীদের সংকেত দেওয়া হলে তারা যানবাহন ফেলে চা বাগানের ভেতরে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদ, মোটরসাইকেলসহ মালামালের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন—মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার ১৬নং বস্তির জিতেশ তাঁতীর ছেলে রাহুল তাঁতী (৩০), সামেলা ঝরার ছেলে রাজু কুমার ঝরা (২০)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আটককৃতরা ও জব্দ মালামাল আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
