হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মরহুমের বসতবাড়ির সামনে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ সময় রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম। মরহুমের কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর এবং পালন করা হয় এক মিনিট নীরবতা। পরে অনুষ্ঠিত জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় সম্মান প্রদানের সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ, চৌমুহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও অসংখ্য এলাকাবাসী।
বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়া মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি চার পুত্র, চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ। মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালাম।”
