হবিগঞ্জের মাধবপুরে চুরির অপবাদে এক প্রতিবন্ধী যুবককে তুলে নিয়ে বেধড়ক মারধর করে হাত ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
পরদিন রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, মাধবপুর শ্যামলী পাড়ার মনির মিয়ার প্রতিবন্ধী ছেলে আব্দুল হাকিম (১৭) ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় ফয়সাল চৌধুরীর ছেলে শাওন (২০), মতিউর মিয়ার ছেলে সোলাইমান (২১), সিরাজুল ইসলামের ছেলে শাকিল (২১), ফারুক মিয়ার ছেলে ইয়ান (২৯) ও ইরফান (২১)সহ ১৫-২০ জন যুবক তাকে অপহরণ করে গরুর বাজার মাঠে নিয়ে যায়।
সেখানে একদফা মারধরের পর তাকে একটি বাড়িতে নিয়ে পুনরায় নির্যাতন চালানো হয়। এরপর ছাদে উঠিয়ে তৃতীয় দফায় পিটিয়ে তার বাম হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা। নির্যাতনের সময় তারা হাকিমকে হত্যার হুমকিও দেয়। পরে জীবন বাঁচাতে হাকিম আড়াই লাখ টাকা দেওয়ার আশ্বাস দিলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
মুক্তি পেয়ে হাকিম চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
