
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
বুধবার (২১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের টঙ্গীমোড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা মোঃ সোহাগ মিয়া (২২) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ছয়টি পোটলায় মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,”গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।