মাধবপুরে খোলা তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, দুই ব্যবসায়ীকে জরিমানা

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নাশকতা ঠেকাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম পুলিশের সহযোগিতায় খোলা বোতলে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অনুমোদনবিহীনভাবে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে অজিত পাল ও ধীরেন্দ্র ঘোষ নামে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ খালি বোতল, জার ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।

ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “খোলা তেল বিক্রির সুযোগে অসাধু ব্যক্তি নাশকতা ঘটাতে পারে। তাই এটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চলবে।” এদিকে, মাধবপুর থানা পুলিশ ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় তল্লাশি ও টহল জোরদার করেছে। রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক, ট্রেন স্টেশন ও ব্রিজ-কালভার্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

থানার ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে মাঠে কঠোর নজরদারি চলছে। এখন পর্যন্ত কোনো নাশকতা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।

স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে অগ্নিকাণ্ড ও নাশকতার ঝুঁকি কমে গেছে, জননিরাপত্তা আরও জোরদার হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন