
হবিগঞ্জ জেলা অটোরিকশা–অটোটেম্পু, মিশুক–বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন (গভ. রেজি: চট্ট-২৮০৫) মাধবপুর উপজেলা উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. জসিম উদ্দিন চৌধুরী ৯১২ ভোট পেয়ে সভাপতি এবং মো. হাসান মিয়া ৭৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১টায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া, সহ-সভাপতি হামিদ আলী পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক ইউসুফ মিয়া, প্রচার সম্পাদক আউয়াল মিয়া, শ্রমিক কল্যাণ সম্পাদক আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক শামসু মিয়া, মোট ১৫টি পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৩ হাজার ৮৮৬ ভোটারের মধ্যে ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।