ভারতের গুজরাটের মোদাসা শহরে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে বিরোধের পর ২২ বছর বয়সী এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত তরুণীর নাম উর্মিলা খানান রিজান। যিনি নেপালের নাগরিক এবং স্বামী ও এক সন্তানসহ মোদাসার ভাভানপুর এলাকায় বসবাস করতেন। পরিবারটি একটি ছোট চাইনিজ খাবারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পুলিশের তথ্য অনুযায়ী, উর্মিলা কিছুদিন ধরে নতুন মোবাইল ফোন কেনার জন্য স্বামীর কাছে অনুরোধ করছিলেন। কিন্তু স্বামীর আর্থিক সংকটের কারণে ফোন কেনা সম্ভব হয়নি। মোবাইল ফোনের জন্য চলছিল বেশ কিছুবার কথাকাটাকাটি। ঘটনার দিনও এই বিষয়ে তীব্র ঝগড়া হয়।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। মোদাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উর্মিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পেছনে অন্য কোনো অপরাধমূলক কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত চলছে। এই ঘটনায় মোদাসার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
