মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কাজ করবো, তারা আমার সহযোদ্ধা তারাও আমার পাশে থেকে দলীয় প্রতিককে বিজয়ী হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনিসুল হক এর নাম ঘোষণা করেন।
আনিসুল হক এক প্রতিক্রিয়ায় কর্মীবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের আনন্দ-উল্লাস চলবে না। কামরুজ্জামান কামরুল আমার ভাই। আমার বাড়ির পাশের ভাই। সেও যোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। এছাড়াও সকল মনোনয়ন প্রত্যাশীরা আমার সহযোদ্ধা তাদের সহযোগিতা আমি কামনা করি।
আনিসুল হক বলেন, ধানের শীষ আমাদের সবার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমানের প্রতীক এবং ভালোবাসার প্রতীক। আমি সবাইকে নিয়েই মাঠে ময়দানে দলের জন্য লড়বো ইনশাআল্লাহ। কারো সাথে কোনো ভেদাভেদ রাখবো না।
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে তিনটি আসনে যারা বিএনপি মনোনয়ন যারা পেলেন তারা হলো, সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
