মৌলভীবাজারে পৃথক অভিযানে আরও ৯টি এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিষয়টি জানায় র‌্যাবের গণমাধ্যম শাখা।

র‌্যাব জানায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার মাধবপুর -পাত্রখোলা রোডের পেচারপুল ব্রিজের পাশের একটি ঝোপ থেকে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

অপর এক অভিযানে ওইদিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল-মৌলভীবাজার রাস্তা সংলগ্ন একটি ভিটায় অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পৃথক দুটি জিডি দায়ের করে এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন