নারীর সঙ্গে সম্পর্কে বিরোধ, বন্ধুর হাতেই টুকরা টুকরা বন্ধু

ভারতের গুজরাটের ২০ বছর বয়সী এক যুবক ছয় দিন ধরে ছিলেন নিখোঁজ। অবশেষে পুলিশ জানতে পেরেছে তাকে খুন করা হয়েছে। নিজের বন্ধুই তাকে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হননি বন্ধু, দেহটি টুকরা টুকরা করে ফেলেছিলেন।

পুলিশ জানিয়েছে, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরেই বন্ধুর হাতে খুন হয়েছেন সেই নিখোঁজ যুবক।

নিহত রমেশ মহেশ্বরী গত ২ ডিসেম্বর নখাত্রানার মুরু গ্রাম থেকে নিখোঁজ হন। পুলিশ নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন নথিভুক্ত করে এবং তল্লাশি শুরু করে। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রমেশের বন্ধু কিশোরের ওপর পুলিশের সন্দেহ হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এই মামলার সঙ্গে এক কিশোরেরও সংশ্লিষ্টতা ছিল। ওই কিশোরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় কিশোর স্বীকার করেন, তাদের দুইজনের পরিচিত এক নারীকে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তিনি রমেশকে খুন করেছেন। পুলিশের মতে, কিশোর ইনস্টাগ্রামে ওই নারীকে মেসেজ করে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়।

বিষয়টি ওই নারী রমেশকে জানান। এর পরেই দুই বন্ধুর মধ্যে সংঘর্ষ হয়। এতে বিরক্ত হয়ে কিশোর তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, কিশোর রমেশকে গ্রামের বাইরে নিয়ে যায় এবং খুন করে। তারপর ছুরি দিয়ে তার মাথা, হাত ও পা কেটে ফেলে। দেহের অংশগুলো একটি গভীর কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বাকি অংশ কাছেই পুঁতে ফেলে।

স্বীকারোক্তির ভিত্তিতে, নখাতরানা পুলিশ এবং জেলা প্রশাসন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে তারা পুঁতে ফেলা দেহটি উদ্ধার করে এবং কুয়া থেকে কাটা অংশগুলোও উদ্ধার করা হয়। সূত্র : এনডিটিভি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন