হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারঘাট) আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল জানিয়েছেন নির্বাচিত হলে তিনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জোরপূর্বক দখলবাজি রোধ করবেন। তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার দুর্গাপুর, বাকশাইর ও মীরনগর গ্রামে অনুষ্ঠিত পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন অনুযায়ী সকল ধর্মের মানুষের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বিএনপি দায়িত্বে থাকলে সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে। তিনি আরও বলেন, মানুষের বেঁচে থাকা, স্বাধীনভাবে চলাফেরা ও রাজনৈতিক আদর্শ লালন করার অধিকার অবিচ্ছেদ্য এবং এতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
সৈয়দ ফয়সল তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, ১৯৯১ সাল থেকে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ প্রতিকূলতা, জেল-জুলুম ও মামলার সত্বেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
একই দিনে তিনি সায়হাম নীট কম্পোজিট ও তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, এলাকার ২৩টি চা বাগানের প্রায় ৭০ হাজার ভোটার চা শ্রমিক দীর্ঘদিন রাজনৈতিকভাবে ব্যবহৃত ও বঞ্চিত হয়েছেন। নির্বাচিত হলে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ নেবেন।
সভাগুলোতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
