নির্বাচন কি গুন্ডামির, প্রশ্ন জামায়াত প্রার্থী শিশির মনিরের

কোনো ধরনের শৈথিল্য না দেখানোর জন্য নির্বাচন কমিশন সহ দায়িত্বশীলদের প্রতি জানিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ভিডিও বার্তায় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে কথা গুলো বলেন, আপনাদের কাছে কিছু জানতে চাইলে শুধু বলেন অভিযোগ করলে ব্যবস্থা নেব। কে অভিযোগ দেবে? মানুষ ভয় পায় নাম বলতে অভিযোগ করতে। আপনাদের গোয়েন্দা সোর্স আছে, তাদের কাজে লাগান। অ্যাকশন নিন। নির্বাচন সুষ্ঠু ও নিরেপক্ষ হবে বলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) নির্বাচনী এলাকার একটি হাওর থেকে এক ভিডিও বার্তায় লাইভে কথা বলেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।

সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন,নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট না,দিরাই শাল্লা দূর্গম এলাকা স্ট্রাইকিং ফোর্স কখন যাবে তাই ঝুঁকি সেন্টার গুলোতে নির্বাচনের ৩ দিন আগেই ম্যালেটারী ডিপ্লোমেট করার আহবান জানান।

পুলিশকে উদ্দেশ্য করে বলে,অনেককেই হুমকি দিচ্ছে,ভয় ভীতি প্রদর্শন করছেন,এদেশে থাকতে পারবে কি না,আবার নির্বাচনের পরে দেখে নিবে বলে। গুন্ডামীর সময় কি এখন,গুন্ডামী করে কি নির্বাচন করা যাবে ২০২৬ সালে।

আপনারা বলেন অভিযোগ দিতে কে অভিযোগ দিবে জানেন না যার যারা হুমকি,ভয় ভীতি প্রদর্শন পথ বেছে নিয়েছে তাদের মানুষ ভয় পার। অভিযোগ ত পড়েছে পদক্ষেপ নেন। ২০২৬ সালের নির্বাচন ফ্রি প্যায়ার ক্রিটিবেল নির্বাচন বলে জানিয়েছেন।

নির্বাচন কমিশনের উদ্দেশ্য তিনি আরও জানান,নির্বাচনে দলীয় পদে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা করে তাদের তালিকা থেকে বাদ দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে শিশির মনির আরও বলেন, তাদের প্রশিক্ষণ নেবেন না। এসব গোয়েন্দা সংস্থা জানে। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা করুন। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেই সব কেন্দ্রে সেনা মোতায়েন ও পুলিশের বুক পকেটে ক্যামেরা লাগিয়ে দেবেন। এতে সরকারের বাজেট আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন