জেলা প্রশাসক
নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব

মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেছেন “নির্বাচনের সাফল্য নির্ভর করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর। আপনারাই হচ্ছেন নির্বাচন পরিচালনার সম্মুখসারির যোদ্ধা। সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বড়লেখা সরকারি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার প্রলয় কুমার সাহা’র সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

এর আগে জেলা প্রশাসক বড়লেখা উপজেলার নির্বাচন প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কক্ষ, ব্যালট ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও ভোটারদের প্রবেশ–বহির্গমন সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি, নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচনকালীন আইন, আচরণবিধি, দায়িত্ব বণ্টন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৪০২ জন ও পোলিং অফিসার ৮০৪ জন অংশ গ্রহণ করেন। তাছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণকারী সংখার উপর অতিরিক্ত আরও ১০% প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন