নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।
সহকারী হিসেবে প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী আজাদুল ইসলাম ও রিঙ্কু চক্রবর্তী। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী বৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মইনুল হক।সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপ-পরিচালক মইনুল হক সকল ইউপি সদস্যদের সালিশ-বিচার না করে মামলা গ্রাম আদালতে প্রেরণের আহ্বান জানান।
এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীদের মামলার নথি ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেন। চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি প্রতি সপ্তাহে নির্দিষ্ট দুই দিন গ্রাম আদালত পরিচালনার পরামর্শ দেন, যাতে সাধারণ মানুষ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ন্যায়বিচার পেতে পারে। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।
