নবীগঞ্জে দুই বেকারিকে লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, পণ্যের গায়ে লেবেল ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা, ক্ষতিকর উপাদান ব্যবহারসহ বিভিন্ন অপরাধে দুটি বেকারিকে মোট এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

মঙ্গলবার(৪ নভেম্বর) নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযোগে জানাযায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার, ক্ষতিকর এ্যামোনিয়াম এবং ডেওমাটি নামক ফুড কালার ব্যবহারেরও প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী, দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড প্রোপ্রাইটর হাজী আব্দুল ওয়াহিদ মিয়ার পুত্র  মাজিদুর রহমান কে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারি প্রোপ্রাইটর ব্রাহ্মণবাড়িয়ার ফজলু মুন্সির পুত্র মোঃ সবুজ কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন