নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত কাঁচামাল হিসেবে তা ব্যবহার করা এবং ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর মৌজার হেরা ব্রিকস কে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রত্যয় হাশেম।

অভিযোগে জানা যায়, কৃষি জমির ভেতরে অবৈধভাবে ইটভাটা স্থাপন, ইট পোড়ানোর জন্য জ্বালানি কাঠ ব্যবহার এবং ইট পোড়ানোর লাইসেন্সের নবায়ন না থাকা সহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩–এর ৫, ৬ ও ৮(১) ধারার লঙ্ঘন করায় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় রেবা ব্রিকসের প্রোপাইটর এমদাদকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রত্যয় হাশেম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন