হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সদরঘাট বিজনা নদী তীরে একটি আকাশি গাছের বাঁধা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নদীর তীরের একটি গাছের সঙ্গে গায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা বেগম (৩৫) নামের ওই নারী গতকাল পুলিশ উদ্ধার করেছে। তার বাড়ি পাম্ববর্তী কায়স্থ গ্রামে। প্রায় এক কিলোমিটার দুরে দুই সন্তানের জননী ঐ নারীর লাশ উদ্ধার নিয়ে ধু¤্রঝাল বিরাজ করছে। তবে পুলিশ বলছে লাশের সুরতহালে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তার মৃত দেহকে ময়নাতদন্ত এর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী। সাহিদা বেগম মানসিক হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের লোকজনের দাবি।
জানা যায়, বুধবার দিবাগত (২৯ অক্টোবর) রাতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে সাহিদা বেগমকে পাশ^বর্তী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের কাছে বিজনা নদীর তীরে একটি আকাশি গাছের সাথে তার দিয়ে পেঁচিয়ে গলায় ফাঁস লাশ লোকজন দেখে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সাহিদার স্বামী মোশাহিদ আলী জানান, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন, এর আগেও আত্বহত্যার চেষ্টা করেছেন।গতকাল রাতে তাকে আমরা অনেক খুঁজাখুঁজি করে পাইনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান, তিনি বলেন, লাশের গায়ে কোন আঘাতে চিহৃ পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল নিখোঁজ হলে সকালে তার লাশ পাওয়া যায়।
