ঐক্য সম্প্রীতি দিরাই-শাল্লা গঠন করতে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচার উদ্বোধন

দিরাই-শাল্লাবাসী বলে, কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার দুপুরে ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দেয়ার পাশা পাশি ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারের পাশাপাশি ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও রয়েছে। এতে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে,তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তা পড়ার জন্য আহবান জানিয়েছেন।

সুনামগঞ্জ-২ আসনের দিরাই উপজেলার সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করে নির্বাচনী প্রচার উদ্বোধন করেন তিনি।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির এসময় আরও বলেন, আমরা ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ও কোনো বিভক্তি চাই না,সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না বলে মন্তব্য করেছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনির আরও বলেন,অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে, কে বিপক্ষে এমন বিভাজন সৃষ্টি করতে চান।

ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ শিশির মনির বলেন, কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা তা মেনে নেই না। আমরা সমাজে বিভক্তি নয়, বরং বৈচিত্র্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, প্রবাসী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক,জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

শিশির মনিরের ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে,দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষকল্যাণে করণীয় নির্ধারণ, পরিবেশ ও জলবায়ু দূষণ রোধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন