শাকসুর মনোনয়ন ফরম নিলেন আপ বাংলাদেশের দুই সংগঠক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (শাকসু) মনোনয়ন ফরম তুলেছেন আপ বাংলাদেশ শাবিপ্রবি চ্যাপ্টারের দুই সংগঠক আবরার বিন সেলিম ও সাব্বির হোসেন নিপু।

বুধবার(০৩ ডিসেম্বর) দুপুর ৩টায় আপ বাংলাদেশের শাবিপ্রবি চ্যাপ্টারের প্রতিনিধিরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দু’জনই বর্তমানে সংগঠনটির শাবিপ্রবি চ্যাপ্টারের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম তোলার পর সংগঠক আবরার বিন সেলিম বলেন, দীর্ঘ ২৭ বছর পর যেহেতু শাকসু হচ্ছে তাই এবারের শাকসুর আয়োজন বেশ অগোছালো হলেও আশা করছি আগামী আরও সাজানো-গুছানোভাবে শাকসু নিয়মিত আয়োজনের মাধ্যমে গনতন্ত্রের সুষ্ঠ ধারা অব্যাহত থাকবে।
নতুন দল হিসেবে আমরা হয়তো পূর্ণ প্যানেল দিতে পারছি না, কিন্তু আশা রাখি আগামীতে আমরা শক্তিশালী দল হিসেবে পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনে জয় লাভ করে আসবো ইনশাআল্লাহ। আমাদের জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো।

এছাড়াও শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ন আচরণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। আশা করি, একটি সুষ্ঠ ও নোংরামিমুক্ত একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বাকি ক্যাম্পাসগুলোর কাছে রোল মডেল হয়ে উঠবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন