শায়েস্তাগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির সেবা পেলেন ৯০০ রোগী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে উদ্বোধন হওয়া এই সেবামূলক কার্যক্রমে প্রায় ৯০০ জন মানুষ চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রাথমিক যাচাই শেষে ৪৩ জন রোগীর চোখের অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শাখায় রবিবার সকাল থেকে শুরু হওয়া এই ফ্রি চক্ষু শিবিরে সেবা নিতে আসা রোগীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যায়। এটি দুপুর পর্যন্ত চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরটির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

দিনব্যাপী এই আয়োজনে মোট ৯০০ জন রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও মৌলিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ৪৩ জন রোগীর চোখের অপারেশন জরুরি বলে শনাক্ত হয়। সংশ্লিষ্ট আয়োজকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করার জন্য তাদের সম্পূর্ণ বিনামূল্যে মৌলভীবাজারের একটি বিশেষায়িত কেন্দ্রে পাঠানো হয়েছে। শিবিরটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল শায়েস্তাগঞ্জ পৌরসভা, এবং পুরো আয়োজনটি সফলভাবে পরিচালনা করেন পৌরসভার সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফাহিম হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান রিপন, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহাদ মিয়া এবং সাংবাদিক মোঃ ইনজামামুল হক নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও সার্জারির সুযোগ পেয়ে চিকিৎসা সেবা গ্রহণ শেষে বহু রোগী এই উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এই সুযোগকে ‘আশীর্বাদস্বরূপ’ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এবং স্থানীয় একজন বাসিন্দা তার প্রতিক্রিয়ায় বলেন, ইউএনও স্যার মানুষের উপকারে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন সেবা আমরা নিয়মিত প্রত্যাশা করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন