
শৈত্যপ্রবাহের কারণে তিন দিন পর বাচ্চাকে গোসল করালাম। তারপর বারান্দার রোদে পাটি পেতে দিলাম, সেখানেই খেলতে বসে গেল। সেই সুযোগে এক মগ চা নিয়ে পত্রিকাটা হাতে নিলাম। একটা খবরে চোখ আটকাল, বিস্তারিত পড়ছি, এমন সময় কাজের সহকারীর চিৎকারে সম্বিত ফিরল। ‘আপা, দেখেন বাবু কী অবস্থাটা করছে!’ আমার বাবু মোড়ার ওপর দাঁড়িয়ে বাসার পানি পিউরিফায়ারের কল খুলে তার বাবুদের অর্থাৎ কাপড়ের পুতুলগুলোকে ইচ্ছেমতো গোসল করাচ্ছে; ডাইনিং রুম পানিতে ভেসে গেছে!
দিনের ভেতর যখনই সুযোগ পায়, চেয়ার বেসিনের কাছে টেনে নিয়ে গিয়ে সাবান দিয়ে হাতটা ধুতেই থাকে, ধুতেই থাকে। আপনারও যদি একটা টডলার (১ থেকে ৩ বছর বয়সী শিশু) থাকে, খেয়াল করলে দেখবেন, ওরা পানি খুব ভালোবাসে। সারাক্ষণ পানি নিয়ে খেলতে চায়, পানি নিয়ে খেলার কোনো সুযোগ হাতছাড়া করে না। আপনি যদি আপনার মা–বাবার কাছে শোনেন, তাহলে ওই বয়সে আপনিও পানি নিয়ে মেতে থাকতেন, এমন উত্তর পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই বয়সের
শিশুরা কেন পানি নিয়ে খেলতে এত ভালোবাসে?
১. সব ইন্দ্রিয়ের মিলিত অভিজ্ঞতা
আরও ছোটবেলা থেকে গোসলের মাধ্যমে পানির সঙ্গে শিশুদের পরিচয়। পানির স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই তারা পানি নিয়ে কৌতূহলি থাকে। পানি শিশুদের ত্বকে লেগে অনুভূতি দেয়, পানি শব্দ সৃষ্টি করে, শিশুরা পানি খায়, পানি আকৃতি বদলায় (যখন যে পাত্রে রাখা হয়, সেই আকৃতি নেয়)—তাই এটি শিশুকে একটি পূর্ণ ইন্দ্রিয়লব্ধ (স্পর্শ, দর্শন, শ্রবণ, স্বাদ) অভিজ্ঞতা দেয়।