ষড়যন্ত্র, চক্রান্তের কারনে দেশে গণতন্ত্র বারবার ব্যাহত হচ্ছে: জাকেরীন

এখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য আপুষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপক কাজ করেছেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। তিনি বলেন, দেশে একটি চক্র ষড়যন্ত্র, চক্রান্ত অব্যাহত থাকার কারনে দেশে গণতন্ত্র বারবার ব্যাহত হয়েছে।

সুনামগঞ্জের দিরাই রাস্তা (মদনপুর পয়েন্ট) এলাকায় পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, দেশে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষে ভোট দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সোমবার সকালে শহরের সাহেববাড়ি (নিজ বাসভবন) এর সামনে থেকে দেওয়ান জয়নুল জাকেরীন এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও দুপুরে পথসভা অনুষ্ঠিত হয়।

এর পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে হাজারো মোটরসাইকেল শোডাউন মধ্যবাজার হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা জয়নুল জাকেরীন বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতারিত করতে পেরেছি জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। যার জন্য দেশের মানুষ স্বপ্ন দেখছেন, ন্যায়বিচার, মর্যাদা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সকলকে বিএনপির পতাকাতলে সমবেত হতে হবে। নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ গড়ব।

এসময় সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ জানান, দেওয়ান জয়নুল জাকেরীন ‎সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, ‎সদর উপজেলা পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান, ‎সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং ‎সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। তিনি একজন সৎ,শিক্ষিত ও জনপ্রিয় মানুষ। তিনি দলীয় মনোনয়ন পেলে এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন। আর এই আসনটি জেলার হৃদপিণ্ড তাই এই আসনটি এবার দল থেকে মনোনয়ন দিবে আর জাকেরীন সাহেবকে দিবেন আশা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন