আসন্ন মহান বিজয় দিবস(১৬ ডিসেম্বর) উপলক্ষে সিলেটের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে এনজেএল ফাউন্ডেশন ও এনজেএল ইএনটি সেন্টার। প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিনামূল্যে নাক–কান–গলা (ইএনটি) রোগের অপারেশন সেবা। আর এ উদ্যোগের মূল উদ্যোক্তা দেশবরেণ্য ইএনটি সার্জন ডা. নূরুল হুদা নাঈম।
দীর্ঘদিন ধরে নাক, কান ও গলার জটিল রোগে ভুগছেন—এমন অসচ্ছল মানুষ যারা ব্যয়ের অভাবে অপারেশন করাতে পারছেন না, তাদের জন্য অপারেশনসহ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এবার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
মানবসেবাকে জীবনের প্রধান ব্রত হিসেবে ধ্যানধারণা করা ডা. নূরুল হুদা নাঈম এর আগে বহুবার অসহায় মানুষের চিকিৎসায় নজির স্থাপন করেছেন। বিজয় দিবসে মানুষকে ‘স্বাস্থ্য বিজয়’ উপহার দিতে তাঁর এই বিশেষ আয়োজন সত্যিই প্রশংসনীয়।
ডা. নূরুল হুদা নাঈম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক–কান–গলা ও হেড–নেক সার্জারি বিভাগে দায়িত্ব পালন করছেন। অত্যন্ত দক্ষ, সৎ, মানবিক ও সেবামুখী চিকিৎসক হিসেবে তিনি সিলেট অঞ্চলে বিশেষভাবে পরিচিত। তার মানবিক এসব সামাজিক উদ্যোগ রোগীদের আস্থাভাজন করে তুলেছে।
এ সম্পর্কে ডা. নাঈম বলেন—
“টাকার অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতেই আমাদের এ উদ্যোগ।”
এ আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
বিনামূল্যে অপারেশনের জন্য আগ্রহী রোগীদের এনজেএল ইএনটি সেন্টার, ১৫—কাজলশাহ,সিলেটে, ফোন: ০১৭৬৭২২৮৮৪৪ এ যোগাযোগ করতে হবে।
সঙ্গে রাখতে হবে—রোগ সংক্রান্ত পূর্বের রিপোর্ট,জাতীয় পরিচয়পত্র বা যেকোনো পরিচয়পত্র, স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র।
ডা. নূরুল হুদা নাঈমের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে—এমনই প্রত্যাশা স্থানীয় মানুষের।