সিলেটে শেষ পর্যন্ত ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন ১১ প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তারা। এখন সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটযুদ্ধে টিকে রইলেন ৩২ প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারের পর সিলেট-১ আসনে ভোটযুদ্ধে রয়েছেন ৮ প্রার্থী। তারা হলেন- বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির, জামায়াতের মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া।
সিলেট-২ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তারা হলেন- বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন ও গণফোরামের মো. মুজিবুল হক।
সিলেট-৩ আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন- বিএনপির মোহাম্মদ আবদুল মালিক, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুছলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর ও ব্যরিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
সিলেট-৪ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন তারা হলেন-বিএনপির আরিফুল হক চৌধুরী, জামায়াতের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম ও গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম।
সিলেট-৫ আসনে ভোটযুদ্ধে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মুফতি মোহাম্মদ আবুল হাসান, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন।
সিলেট-৬ আসনের প্রার্থীরা হলেন-বিএনপির এমরান আহমদ চৌধুরী, জামায়াতের মো. সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মো. আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
