সিলেট ৪ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর গণসংযোগ ‎

‎সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম স্থানীয় টুকের বাজারে গণসংযোগ করছেন। গতকাল শুক্রবার বিকেলে এই গণসংযোগ করেন তিনি।

জহিরুল ইসলাম স্থানীয় টুকের বাজারে ভিপি নুরুল হক নুরের সালাম পৌঁছে দেন। পাশাপাশি ন্যায় ও সত্যের সংগঠন, গরিবের সংগঠন, গণ মানুষের সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দেন৷ গণসংযোগ চলাকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম বলেন, আমি একজন শ্রমিকের ছেলে। আমি শ্রমিকদের পক্ষে কাজ করতে মাঠে এসেছি। আমি নির্বাচিত হই বা না হই, কোম্পানীগঞ্জ-জৈন্তা-গোয়াইনঘাটের শ্রমিকদের স্বার্থে কাজ করে যাবো। পাশাপাশি পাথর কোয়ারি চালু করার জন্য যা যা করা লাগে আমি আপনাদের সাথে নিয়ে করে যাব। সিলেট জেলার মধ্যে কোম্পানীগঞ্জ-জৈন্তা-গোয়াইনঘাটে শিক্ষার হার সবচেয়ে কম। আমি চেষ্টা করবো এই ৩ উপজেলার মানুষের শিক্ষার মান উন্নয়ন ও সকল মানুষের সকল ধরনের সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।

‎স্থানীয় নেতা কর্মীদের অংশগ্রহনে সুন্দর ও শৃঙ্খল ভাবে গণসংযোগ পরিচালনা করা হয়।

জনসংযোগে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক লিটন মাহমুদ
সদস্য সচিব সোহেল মাহমুদ, যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, নাজিম উদ্দীন যুগ্ম সদস্য সচিব,সুমন আহমেদ, সদস্য নাঈম আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন