হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি জনগণের সন্তান, আপনাদের সেবা করাই আমার অঙ্গীকার।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে জগদীশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এম.এম. গউছ।
ফয়সল বলেন, “নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটানো হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।”
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহজাহান, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, “মানুষ আজ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।” সভায় শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন, পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
