সুনামগঞ্জে আন্ত-কলেজ ফুটবল টুর্নামেন্টে বাদাঘাট ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

সুনামগঞ্জে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট খেলায় বাদাঘাট সরকারী ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হয়ে। আব্দুল মজিদ কলেজ বনাম বাদাঘাট সরকারী ডিগ্রী কলেজ এর মধ্যে গত সোমবার বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রীড়া অধিদফতরের অধিনে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলায় বাদাঘাট সরকারি কলেজ আব্দুল মজিদ কলেজ কে এক শুন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে সুনামগঞ্জ জেলা জেলা প্রশাসক ডাঃ ইলিয়াস মিয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল (সার্বিক), উপপরিচালক মতিউর রহমান ভারপ্রাপ্ত (স্থানীয় সরকার, সুনজিত কুমার চন্দ্র (শিক্ষা ও আইসিটি), বাদাঘাট সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, কলেজের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।

বাদাঘাট সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমাদের ছেলেরা চ্যাম্পিয়ান হয়ে আমাদের কলেজের সুনাম বৃদ্ধি করেছে। আমরা আগামীতে আমাদের ছেলেদের আরও ভাল খেলা উপহার দিয়ে বিজয়ী হতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন