সুনামগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাটি পরিবহনকারী৷ মাহিন্দ্র ট্রাক চাপায় তাজুল ইসলাম (৫)নামে এক শিশু নিহত হয়েছে।দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা ২নং নরসিংপুর ইউনিয়নের নাসিমপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম নসিমপুর গ্রামের জামায়াতে নেতা আমির আলী’র নাতি ওনরসিংপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মন্তাজনগর গ্রামের বাসিন্দা মো. রায়হান উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, তিন বছর বয়সী শিশু তাজুল ইসলাম খেলাধুলার এক পর্যায়ে রাস্তার পাশে চলে আসে। এসময় এলাকায় ইউনুস আলীর জমি থেকে নিজের বসত-ভিটা ভরাটের জন্য মাহিন্দ্রা ট্রাক মাটি পরিবহন করছিলেন মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলী’র ছেলে আমিন (৪৫) এর মালিকানাধীন সোনালী ট্রাক্টর। এসময় গাড়ির চালক শিশুটির উপরে ট্রাক্টর তুলে দিলে শিশুটির দেহ থেঁতলে যায়। শিশুটির মাথার উপর দিয়ে ট্রাকের চাকা অতিক্রম করায় ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনার সাথে সাথে ট্রাক চালক দৌড়ে পালি যায়। পরে স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটার আটক করে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন