সুনামগঞ্জের তিনটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে তিনটি আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম। দুটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।

যারা বিএনপি মনোনয়ন যারা পেলেন তারা হলো, সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণার পর ঐসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের নেতা-কর্মী সহ বিএনপির সমর্থক গনের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। কেননা একাধিক প্রার্থী মাঠে থাকায় নেতা কর্মী সমর্থকরা বিভাজনের মধ্যে ছিল,ছিল গ্রুপিংয়ের মধ্যে। এখন সবাই সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলে বিপুল ভোটে বিজয়ী হবে বলে জানিয়েছেন বিএনপি একাধিক নেতা।

এদিকে জেলার তিনটি আসন মনোনয়ন প্রত্যাশীদের এলাকায় কোথাও মিছিল বা আনন্দ উল্লাস দেখায় নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন