সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা ও জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, সিলেট-৪ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির হোসেন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস সহ তিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন ধানের শীষ দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারন মানুষের ভালোবাসার প্রতিক। ধানের শীষের সাথে বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, গনতন্ত্র ও ইসলামি মুল্যবোধ জড়িয়ে আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে হবে এবং সিলেটের সব কয়টি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল যেমনি ভাবে রাজপথে অগ্রনি ভুমিকা রেখেছে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সিলেটের সব কয়টি আসনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
স্বেচ্ছাসেবক দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে কোনো ব্যক্তি বিশেষ এর নয়।
সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
