
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা হাফিয়া মাদ্রাসা মাঠে এর আয়োজন করেন বিএনপি ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর-মধ্যনগর) ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন,বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দেশের সর্বস্তরের মানুষ আজ তাঁর জন্য প্রার্থনায় অংশ নিচ্ছেন। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তিনি এই অবস্থায় উপনিত হয়েছেন ফ্যাসিস আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দি করে রাখা এবং সেখানে যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়ায়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আবুল হুদা,আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা, ভাস্কর রায়, একেএম নাসের উজ্জ্বল, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি ফেরদৌস আলম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদার, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ মুন্সী, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি এনামুল ইসলাম এনাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।