তাহিরপুরে মুজিব কেল্লা নির্মাণ প্রকল্পের মালামালসহ দুটি নৌকা আটক

রাতের আধারে সুনামগঞ্জের তাহিরপুর নির্মাণধিন মুজিব কেল্লা নির্মাণ প্রকল্পের ইট (ভাংঙ্গা ইট) ও রডসহ নির্মাণ সামগ্রী দুটি নৌকা বোঝাই করে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেছেন।

সোমবার ভোর রাতে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামসংলগ্ন পাটলাই নদীতে দুটি নৌকা আটক করা হয়।

আটক করা মালামালের পরিমান প্রায় দুই লাখ টাকার বেশি আর এই মাল নিয়ে যায় উত্তর শ্রীপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা নবীনুর মিয়া। তিনি এই কাজের সাব কন্ট্রাক্টর বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাগন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, মুজিব কেল্লার রড ও নির্মাণ সামগ্রী দুটি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পর স্থানীয়দের সহযোগিতায় কয়লা আমদানিকারক গ্রুপের পাহাড়াদারপগন নৌকা ও সামগ্রী আটক করে। বর্তমানে নৌকা দুটি মন্দিয়াতা ও শ্রীয়ারগাও গ্রামে রাখা হয়েছে। এছাড়াও এর পূর্বে আরও একাধিক বার এভাবেই রাতের আধারে আরও মালামাল নিয়ে গেছেন সাব কন্ট্রাক্টর নবীনুর মিয়া বলেন অভিযোগ করেছেন অনেকেই

এ বিষয়ে সাব কন্ট্রাক্টর নবীনুর জানান,আমার মাল নিয়ে যাব কার কি সমস্যা। প্রশাসন জানে এরপরও আমার মালামাল গুলো আটক করেছে এলাকার লোকজন। আপনার মালামাল তাহলে রাতে কেন নিতে গেলেন,এমন প্রশ্নের জবাবে তিনি জানান,বালু পরিবহন করা নৌকা এ গুলো যাদুকাটা নদী থেকে আসতে দেরী হয়েছে আর মাল গুলো লোড করতেও নৌকায় দেরী হওয়ার কারনে রাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া জানান,দুটি নৌকা বোঝাই মালামাল স্থানীয়রা আটক করে বর্তমানে একটি নৌকা মন্দিয়াতা,অপরটি শ্রীয়ারগাও গ্রামে রাখা হয়েছে। এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে আমাকে লোকজন জানিয়েছে।

এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহিবুল ইসলাম জানিয়েছেন, ঐ কাজের মুল কন্ট্রাক্টর আত্মাগোপনে রয়েছে। আর নবীনুর মিয়া এখানে ঐ কন্ট্রাক্টর এর সাপ্লায়ার ছিল বলে জানিয়েছেন। তবে তিনি রাতের আধারে এই প্রকল্পের মালামাল নিতে পারেন না। আমরা কিছু জানি না। এই ঘটনায় আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়টি সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অবগত হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান, এই ঘটনায় ওসি সাহেবকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন