তাহিরপুরে অটোরিকশা চাপায় মাদরাসার শিক্ষার্থী নিহত

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মোঃ শাহী (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার সন্ধা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় মোঃ শাহী তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক পারাপার হচ্ছিল। সে সময় সুনামগঞ্জ জেলা শহর থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) নিয়ে তাহিরপুর উপজেলা সদরের বাজারে মালামাল নিয়ে উজান তাহিরপুর ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুমের বাড়ির সামনে তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এলাকাবাসী ও পরিবার লোকজন উদ্ধার করে সিলেট এমএজি উসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টায় মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন