তৃণমূলের ঐক্য জোরদার করতে হবে: ডা. জীবন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং হবিগঞ্জ-২ আসনের বিএনপি জাতীয় নির্বাচনের মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন-এর নেতৃত্বে বানিয়াচংয়ে তৃণমূল ঐক্য ও সংগঠন জোরদারের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রতি গঠিত ‘টিম অব হ্যান্ড্রেডস’ ও ‘জননী-২৫’ কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কামালখানীস্থ হাসান মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডা.সাখাওয়াত হাসান জীবন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আলহাদী, এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন।

এ সময় বক্তব্য রাখেন হ‌বিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএন‌পির সদস্য ম‌জিবুর রহমান মারুফ, ফরহাদ হো‌সেন বকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা সহ সভাপতি মোশারফ হোসাইন,আমজাল হোসেন,আব্দাল হে‌সেন খান, আনছ‌ার মিয়া, ছা‌মির আলী,হারুন লস্কর, আতাউর রহমান, মধু মিয়া তালুকদার,লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ তকলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাদিক আহমেদ, ওয়া‌হিদ মুরাদ, আসাদ ফজ‌লে হুদা, মওদুদ আহ‌মেদ , আবদাল হো‌সেন এবং উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথি ডা. জীবন বলেন, “বিএনপি জনগণের দল। এই দলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের ঐক্য ও নিষ্ঠা অপরিহার্য। সম্প্রতি গঠিত ‘টিম অব হ্যান্ড্রেডস’ ও ‘জননী-২৫’ কমিটি আমাদের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জের নেতা-কর্মীরাই হবে অগ্রণী ভূমিকার বাহক। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

সভায় বক্তারা আরও জানান, এই কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমে নতুন গতি ও সমন্বয় আনবে।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীর‌া সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন