দাগী হয়ে ফিরছেন নিশো !
ক্যারিয়ারের প্রায় একযুগ পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন তমা মির্জা।
মাঝে লম্বা সময় দেখা নেই অভিনেতার। সিনেমার জন্য নাটক-ওটিটিও ছেড়েছেন। অবশেষে সবাইকে চমকে দিতে যাচ্ছেন নিশো। নিজেকে প্রস্তুত করছেন নতুন সিনেমার জন্য। আর তার এই সিনেমার নাম ‘দাগী’। সেখানে মূল চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যানারে নির্মিত হবে ‘দাগী’। আর সিনেমাটি নির্মাণ করবেন শিহাব শাহীন। ইতিমধ্যেই চলচ্চিত্র পরিচালক সমিতিতে নামটি নিবন্ধন করা হয়েছে। তবে এতে নিশোর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।
খোঁজ নিয়ে আরও জানা যায়, চলতি বছরেই শুটিংয়ে নামছে ‘দাগী’র ইউনিট। আর সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্মাতা শিহাব শাহীন জানান, কিছুদিনের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তার আগে মুখ খুলতে নারাজ এই নির্মাতা।