বিশ্বনাথে ফসলের মাঠে এখন শুধু সবুজের রাজত্ব
বিশ্বনাথের মাঠে মাঠে এখন শুধু সবুজের রাজত্ব। যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ।ফাঁকা নেই যেন ফসলের মাঠ।রোদ বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে।নীল আকাশের সাদা মেঘের ভেলা যেন সবুজের গাঁঢ রঙে একাকার হয়ে আছে।গরম আর হালকা হাওয়ায় আপন মনে দোল খাচ্ছে আমন ক্ষেত। ক্ষেতে সবুজের ঢেউ খেলানো এমন দৃশ্য চোখে পড়ে পুরো উপজেলায়।
চলতি মোসুমে এ উপজেলায় কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে হালচাষ, বৃষ্টির পানি দিয়ে আমন আবাদ করেন।এতে করে কৃষকদের আগামীর সোনালী স্বপ্ন যেন লুকিয়ে আছে সবুজ এই ধান ক্ষেতের মাঝে।আর এই ক্ষেতকে ঘিরে স্থানীয় কৃষকরা যেন স্বপ্নের জাল বুনতে শুরু করছেন।গত বছরের তুলনায় এবার উপজেলায় আমনের আবাদ কয়েকগুণ বেড়েছে।চারা রোপনের পর জমিতে ভাল পরিচর্যা নেয়ায় মাঠের অবস্থা খুবই ভালো।এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে স্থানীয় অনেক কৃষকরা বাম্পার ফলন হবে বলে আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৩ হাজার ২ শত ৫৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।যা অন্য যে কোন বছরের তুলনায় একটু বেশী আবাদ হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়,বিস্তৃর্ণ মাঠ এখন সবুজ গালিছায় আচ্ছাদিত। জমিতে পরিচর্যা,পোঁকার আক্রমন থেকে রক্ষার জন্য কীটনাশক প্রয়োগসহ আগাছা পরিষ্কারে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
কৃষক কবির মিয়া জানান এ বছর জমিতে চারা রোপনের পর থেকে নিয়মিত বৃষ্টি হচ্ছে। বর্তমানে জমি সবুজে ভরে গেছে।মাস একের মধ্যে ধানের শীষ আসতে শুরু হবে।নিয়মিত জমি পরিচর্যা করা হচ্ছে। আশাকরি গত বছরের চাইতে এবার ভালো ফলন ঘরে তুলতে পারবো।
কাঁচা মিয়া বলেন, এবার আমনের ভাল ফলন হয়েছে। নিয়মিত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছি। যে কোন দুর্যোগ ছাড়াই এবার ভালো ফলন গোলায় তুলতে পারবো।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছি।জমিতে ফলন ভালো করতে সার্বিকভাবে স্থানীয় কৃষকদের পরামর্শও দেওয়া হচ্ছে।শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমন ধানের বাম্পার ফলনের আশা করা যায়।