ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, এ দেশের মানুষ ব্রিটিশ আমল থেকে শুরু করে জীবন ও রক্ত দিয়ে এসেছে। কিন্তু আজও পর্যন্ত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় নাই। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। তাই এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার। রাষ্ট্র যেন মজলুমের পক্ষে দাড়ায়, ক্ষুধাতুরের খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রাহীনকে আশ্রয় দেয়। এই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে তাদের প্রত্যাশা ছিল দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। যাতে আর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ক্ষমতায়ন হতে না পারে। যারা সন্ত্রাস দখলদারীর রাজনীতি করতে চায় তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরানো বন্দোবস্তয় আর ফিরে যেতে চাই না। ডা. রিয়াজ সিলেটসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার আমাদের হাত পাখায় ভোট দিয়ে পরীক্ষা করে ক্ষমতায় নিয়ে দেখুন তিন মাসের মধ্যে আমরা দেশের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি লুটপাট বন্ধ করবো।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়ছল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখার অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য জসিম মিয়া, ৪নং ওয়ার্ড জিম্মাদার মোঃ মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ শামীম আহমদ, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আজিজ, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয় সম্পাদক মোঃ রফিক মিয়া, শিল্প বাণিজ্য বিষয় সম্পাদক মোঃ আলম মিয়া, সদস্য মোঃ মোবারক আলী প্রমুখ।